17 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিয়া মণি (৬) এবং ৬ মাস বয়সী রুবেল নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রিয়া মণি রোববার (২০ আগস্ট) ভোরে এবং রুবেল রোববার দিনগত রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সোমবার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

২ জনকেই গত ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এতে করে সোমবার (২১ আগস্ট) পর্যন্ত চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। গত জানুয়ারি থেকে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭০৬ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্ত ২২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ৪ হাজার ৪৮০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ