15 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে নিখোঁজ অর্ধশতাধিক জেলে

বঙ্গোপসাগরে নিখোঁজ অর্ধশতাধিক জেলে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ট্রলার ডুবি

বিএনএ, পিরোজপুর : ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে পিরোজপুরের ৪টি ট্রলারের অর্ধশতাধিক জেলে নিঁখোজ হয়েছেন। বৃহস্পতিবার থেকে ট্রলারের মালিকরা সাগরে জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

নিখোঁজ হওয়ার ট্রলারগুলোর তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস।

নিখোঁজ ট্রলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে পিরোজপুর জেলা মৎস কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, প্রথমে ৯টি ট্রলার নিঁখোজ ছিল। এর মধ্যে ৫টি ট্রলারের সঙ্গে যোগাযোগ হয়েছে। এখনো ৪টি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশা করছি তাদের সন্ধান পাওয়া যাবে।

নিখোঁজ ট্রলারের মধ্যে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক গ্রামের পলাশ দাসের ট্রলারটিতে পলাশসহ ১৭ জন জেলে ছিলেন। এ ছাড়া ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের হেলাল মৃধার একটি, দুলাল মৃধার একটি এবং সাইফুল মাতুব্বরের একটি ট্রলার নিঁখোজ রয়েছে। হেলালের ট্রলারে ১৭ জন, দুলালের ট্রলারে ১৩ জন এবং সাইফুলের ট্রলারের ৫ জন জেলে নিঁখোজ আছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ