16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শঙ্খ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

শঙ্খ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

শঙ্খ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে নৌকা ডুবে সবুজ (৩৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় উদ্ধার হয়েছে নৌকায় থাকা বাকী ৪ জন।

শুক্রবার (২১ জুলাই) দুপুর দেড়টার সময় উপজেলার জুঁইদন্ডী গ্রামের শঙ্খ নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনার পর পর নিখোঁজ যুবকের খোঁজ পেতে তল্লাশি অভিযানে কাজ করছে আনোয়ারা ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহর থেকে তারা বন্ধুর শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে। দুপুরের পর পাশের শঙ্খ নদীতে ছোট ডিঙি নৌকা নিয়ে নদীতে গেলে নৌকা উল্টে যায়। পরে নৌকায় থাকা বাকী ৫ জন উঠতে পারলেও সবুজ উঠতে পারেনি। এরপর বন্ধুরা আর সবুজের খোঁজ পায়নি। নিখোঁজ সবুজের বাড়ী নোয়াখালী জেলায় বলে জানা যায় ।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, শঙ্খ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সবুজ নামের একজন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ