বিশ্ব ডেস্ক: ভারতের জয়পুরে আধা ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শুক্রবার ভোর ৪টা ২৫মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৪, ৩.১ এবং ৩.৪। পরপর তিনটি ভূমিকম্প আঘাত হানার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এতে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি ভোর ৪টা ৯ মিনিটে জয়পুরে আঘাত হানে। এরপর ৩ দশমিক ১ মাত্রার কম্পনটি ভোর ৪টা ২২ মিনিটে আসে। সবশেষ ৪টা ২৫ মিনিটে ৩দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
ভূমিকম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় তাদের বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনের ছবি শেয়ার করে।
নিউজ এজেন্সি এএনআইয়ের, শেয়ার করা আরেকটি ভিডিওতে ভূমিকম্পের সময় একটি রাস্তা দেখানো হয়েছে।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!
বিএনএনিউজ২৪/ এমএইচ