বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কাস্টমসের নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন ফাইজুর রহমান।বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে পদায়ন করা হয়।তিনি বর্তমানে ঢাকার কাস্টমস কমিশনার পদে কর্মরত।
চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম ভ্যাটের কমিশনার পদে কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের ভ্যাট কমিশনার আকবর হোসেনকে বদলি করে সিলেট ভ্যাট কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছ।
এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাউল সাবেরিন স্বাক্ষরিত আদেশে এ রদ বদল করা হয়।
বিএনএ/ ওজি