27 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলা, ইরানের ৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত

ইসরায়েলি হামলা, ইরানের ৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত


বিএনএ ডেস্ক : ইসরায়েলের হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ জুন) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান এ   তথ্য জানান।

সিএনএন জানিয়েছে, ঠিক কোন কোন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় ।

রেড ক্রিসেন্টের পরিচালক পির হোসেন কোলিভান্দ বার্তা সংস্থা ইরনাকে বলেন, বিস্ফোরণের ফলে হাসপাতালগুলোর কাঁচের জানালা ভেঙে পড়ে এবং ধোঁয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়।

তিনি বলেন, হাসপাতালগুলো সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে, কারণ সংঘাতের সময় হাসপাতালে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

কোলিভান্দ আরও বলেন, আমরা ইসরায়েলি শাসকগোষ্ঠীর আন্তর্জাতিক নীতিমালা পরিপন্থি এই হামলাগুলোর তথ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রামাণ্য দলিল হিসেবে পাঠিয়েছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় মোট ৩৬টি হাসপাতাল ছিল, যার মধ্যে ৯৪ শতাংশ বা ৩৪টিরও বেশি হাসপাতালকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ