26 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়া হবে মাদকমুক্ত স্মাট উপজেলা

ছাগলনাইয়া হবে মাদকমুক্ত স্মাট উপজেলা

ছাগলনাইয়া হবে মাদকমুক্ত স্মাট উপজেলা

।। শামীমা চৌধুরী শাম্মী ।।

বিএনএ, চট্টগ্রাম: ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য অধ্যাপক ডা. জাহানারা আরজু, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা।

YouTube player

দায়িত্ব গ্রহণের পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সভায় ছাগলনাইয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত স্মার্ট ছাগলনাইয়া গড়ে তোলার ওপর জোর দেয়া হয়।

এদিকে নবনির্বাচিত ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য অধ্যাপক ডা. জাহানারা আরজু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, ছাগলনাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মাওলানা রুহুল আমিন, ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন প্রমুখ।

সভায় ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ, ছাগলনাইয়া উপজেলাকে উন্নত সমৃদ্ধ মাদকমুক্ত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ