24 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ইউজিসির অভিন্ন আর্থিক নীতিমালা প্রত্যাখান ববি শিক্ষক সমিতির

ইউজিসির অভিন্ন আর্থিক নীতিমালা প্রত্যাখান ববি শিক্ষক সমিতির

বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, ববি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য প্রণীত অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ববিশিস)।

বুধবার (২১ জুন) শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক মো.আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক  সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউজিসি কর্তৃক প্রণীত স্মারক নং-ইউজিসি/প্রশাঃ/১০৫ (১৬৪)/২০২৩/১৭০৭, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রতিপালনের নির্দেশকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলে মনে করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী ও শিক্ষকদের জন্য মানহানিকর হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই নীতিমালা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে।

বিএনএ/রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ