বিএনএ ডেস্ক: পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণিপাকের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।
মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত নৌরুটে ফেরি বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, দিনভর নৌরুটে মোট ৫টি ফেরি চলছিল। তবে নদীতে পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোত ও পানির ঘূর্ণন দেখা দিয়েছে। ফলে নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।
জামাল হোসেন জানান, এ বিষয়ে মাইকিং করে ঘাটে উপস্থিত থাকা সবাইকে জানানো হয়েছে। যানবাহন পারাপারে বিকল্প নৌরুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
বিএনএ/ এ আর