24 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

বিএনএ,ময়মনসিংহ:  ময়মনসিংহের ভালুকায়  দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায়  ট্রাকের চালকসহ তিনজন  নিহত হয়েছে। রোববার (২০ জুন) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত  শাহ আলম ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এবং রবিউল ও রাব্বী ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দাঁড় করিয়ে বিকল হওয়া চাকা প্রতিস্থাপনের সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক শাহ আলম গাজী (৫০), হেলপার রবিউল মাঝি (২৫) নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে রাব্বীর মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,   কাভার্ডভ্যানের চাপায় ট্রাকের চালক-হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ