21 C
আবহাওয়া
৮:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় যুদ্ধাপরাধ: ইসরায়েল ও হামাস নেতাদের গ্রেপ্তার চায় আইসিসি

গাজায় যুদ্ধাপরাধ: ইসরায়েল ও হামাস নেতাদের গ্রেপ্তার চায় আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি করিম খান

 বিশ্ব ডেস্ক: গাজা উপত্যকায়  যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি করিম খান। হামাস নেতারা হলেন, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি এবং রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

সোমবার(২০মে ২০২৪) এক বিবৃতিতে তিনি জানান, গাজায় ৭ মাস ধরে চলা সংঘাতের দায়ে ওই ৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের পক্ষ থেকে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয়া, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের পদ্ধতিগতভাবে নির্মূল করা এবং দুর্ভিক্ষ সৃষ্টি করা। তিনি বলেন, এসব অপরাধ এখনও  অব্যাহত রয়েছে। ইরনা,আলজাজিরা।

এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ