বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের সেনাবাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হারানোর মর্মান্তিক এই দুর্ঘটনার তদন্তে ইরানকে সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানকে সহায়তা করতে প্রস্তুত মস্কো।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় ইরানের প্রতি সমবেদনা জানিয়ে দেশটিকে নিজেদের সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেছে।
এ দিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ হেলিকপ্টার বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গতকালের দুঃখজনক ঘটনার মূল কালপ্রিট হলো যুক্তরাষ্ট্র। যাদের নিষেধাজ্ঞার ফলে ইরান উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ কিনতে পারছে না। এর ফলে ইরানি জনগণ ভালো মানের বিমান চলাচলের সুযোগ পাচ্ছেন না।
রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে এক সরকারি কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই দুর্ঘটনায় ইসরায়েলের কোনও হাত ছিল না।
বিএনএ/ ওজি/ হাসনা