16 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১১ অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রামে ১১ অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রামে ১১ অবৈধ দোকান উচ্ছেদ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে অবৈধভাবে নির্মিত ১১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (২১ মে) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমতল মোড়ে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমাহ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দোকান নির্মাণ করে ভোগ করছেন। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ ১১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত জায়গার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ