21 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সোনার দামে রেকর্ড; ৪ দিনের মাথায় ভরিতে ৪ হাজার টাকা বৃদ্ধি

সোনার দামে রেকর্ড; ৪ দিনের মাথায় ভরিতে ৪ হাজার টাকা বৃদ্ধি

সোনার দাম

বিএনএ ডেস্ক: সোনার দামে রেকর্ড ছুঁয়েছে। আন্তর্জাতিক বাজারের ডলারের দাম বৃদ্ধির কথা বলে দেশের বাজারে চার দিনের মাথায় সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ফ‌লে দেশে ভা‌লো মানের সোনা প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৪ টাকা। যা গত চার দিন ধরে ছিলো ৭৮ হাজার ২৬৫ টাকা।

শনিবার (২১ মে) বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২২ মে থেকে সারাদেশে নতুন দাম কার্যকর করার ঘোষণা দেয় তারা।

বিজ্ঞপ্তি অনুসারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

গত ১৮ থেকে ২১ মে পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিলো ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হয়েছে।

তবে রূপার দামে কোন পরিবর্তন আসেনি ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা কিনতে লাগবে ৯৩৩ টাকা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ