21 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জাবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ

জাবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ

জাবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ

বিএনএ, জাবি:  ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারী কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় জাবি ক্যারিয়ার ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ‘জাবি ক্যারিয়ার ক্লাব একাডেমিক পড়ালেখার পাশাপাশি চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে সাহায্য করে। ক্লাবটি ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।’

 

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান দীপু বলেন, ‘জাবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। আশা করি, আগামীতে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে ক্লাবটি আরও এগিয়ে যাবে।’ জেইউসিসি’র সভাপতি মারিয়াম জাহান সাবিলা বলেন, ‘জাবি ক্যারিয়ার ক্লাবে সিনিয়র ও জুনিয়ররা মিলে একসাথে কাজ করছি ও শিখছি। ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সিনিয়র ও জুনিয়রের বাইরে সহকর্মী হিসেবে আলাদা বন্ধন তৈরি হয়েছে। এই ছোট ক্লাব আমাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। এছাড়া জাবি ক্যারিয়ার ক্লাবের প্রয়োজনীয়তা সম্পর্কে নবীনদের অবহিত করেন তিনি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি (প্রশাসন) আসিফ ইমরান, সহ-সভাপতি (কার্যক্রম) সামিহা ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদ হাসান ও মিডিয়া সম্পাদক আরিফুজ্জামান উজ্জল প্রমুখ।

উল্লেখ্য,জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ‘Build Thyself, Serve the Nation’ এই নীতিবাক্য নিয়ে ছয় বছর পূর্বে যাত্রা শুরু করেছিল। ক্লাবটি অলাভজনক সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্লাবটিতে বিভিন্ন ধরণের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকুরী বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস বা ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাহিরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।

বিএনএ/ সানভীর ইসলাম,ওজি

Loading


শিরোনাম বিএনএ