19 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » এক কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ মাদক সম্রাট মো.শাহজাহান গ্রেপ্তার

এক কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ মাদক সম্রাট মো.শাহজাহান গ্রেপ্তার

এক কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ মাদক সম্রাট মো. শাহজাহান গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : কক্সবাজারের উখিয়ার কুখ্যাত ইয়াবা সম্রাট মো. শাহজাহানকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ( ২০ মে ) উখিয়া থানাধীন পালংখালী এলাকার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান উখিয়ার বালুখালী পূর্ব পাড়ার মৃত নুরুল আলমের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কোটি ২০ লাখ টাকার ৪০ হাজার ইয়াবা বড়ি। সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারের মাদক কারবারিদের কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের মাদক কারবারি কাছে বিক্রি করে আসাছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ  সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ