ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন, সামাজিক নৈতিক অবক্ষয় রোধে নারীদের ভুমিকা অপরিসীম ইসলামের প্রথম যুগে উম্মাহাতুল মোমেনিন মা খদিজা (রাঃ) সর্ব প্রথম মুসলিম নারী হিসেবে তার অগ্রনী ভুমিকা পালন করেন, বর্তমান নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত এই সমাজ ব্যবস্থার পরিবর্তনে উম্মাহাতুল মুমেনিন মা সৈয়দুনা খদিজাতুল কোবরা (রাঃ) আনহুর জীবনী অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তিনি বৃহস্পতিবার(২১ এপ্রিল) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত ইসলামের সুচনা লগ্নে উম্মাহাতুল মুমেনিন সৈয়দুুনা মা খাদিজাতুল কোবরা (রাঃ)’র অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন বলেন এদেশের জনসংখ্যার বিশাল একটি অংশ নারী সমাজ। তাদেরকে দেশ ও জাতির সম্পদে পরিনত করার লক্ষ্যে মা খদিজাতুল কোবরা (রা,) এর জীবনী শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস ভুক্ত করা সময়ের দাবী।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি জননেতা স ম হামেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, খান এ সবুর, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স ম শহিদুল হক ফারুকী, এস এম শওকত আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ারুল আজিম, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন তাহেরী, শহিদুল্লাহ্ সাদা, অধ্যাপক মুহাম্মদ মুখতার আহমেদ, মাওলানা আবদুল মালেক আশরাফী, মাওলানা ইদ্রিস আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ জাকের আহমদ, মাষ্টার আইয়ুব আলী, ছাত্রনেতা কফিলউদ্দিন রানা, আহমেদ রেজা তৌহিদ মুরাদ সুমন,আবদুল্লাহ আল মোমিন, মাসরুর রহমান প্রমুখ।