22 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সিএসইতে কমেছে লেনদেন

সিএসইতে কমেছে লেনদেন

সিএসইতে কমেছে লেনদেন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইত) লেনদেনের হার গতকালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। তবে সামান্য বেড়েছে সূচক। গতকাল ৭১ কোটি টাকার লেনদেন হলেও আজ তা এসে দাঁড়িয়েছে ৩৩ কোটিতে।

বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১১ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে আজ ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। গতকাল ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনও। ডিএসইতে ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে আজ (বুধবার) ৫২৩ কোটি ১৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ