বিএনএ, বিশ্বডেস্ক : অক্সিজেন ট্যাঙ্কের লিকেজ হওয়ায় ভারতের মহারাষ্ট্রের শহর নাসিকের এক হাসপাতালে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দুপুরে নাসিকের জাকির হুসেন হাসপাতালের এ ঘটনা ঘটে।
খবরে বলা হচ্ছে, হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কারে লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক।
ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তাঁরা প্রত্যেকেই এই ঘটনায় মারা গিয়েছেন।
এব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী বলেন, নাসিকের ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।