25 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সহজ হলো বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের পথ

সহজ হলো বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের পথ

সহজ হলো বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের পথ

বিএনএ ক্রীড়া ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় বায়ার লেভারকুসানের বিপক্ষে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ।মঙ্গলবার(২০ এপ্রিল) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোল ব্যবধানে জয় পায় তারা।

ম্যাচের সপ্তম মিনিটে ড্যাভিড আলাবার ক্রসে টমাস মুলারের ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে জালে পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো মোটিং।

আর ১৩ মিনিটে ডি-বক্সে সফরকারীরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান কিমিচ। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন রক্ষণ ও মাঝমাঠে খেলতে পারদর্শী এই জার্মান।

দ্বিতীয়ার্ধের খেলার গতি বাড়ায় লেভারকুসান। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দলটি। ৭০তম মিনিটে লেভারকুজেনের ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা করিম বেলারবির শট ক্রসবারে বাধা পায়।শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশী ক্লাব বায়ার্ন মিউনিখ।

অন্য ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে টেবিলের দুই নম্বরে থাকা লিপজিক। আর তাতেই শিরোপা জয়ের পথটা আরও সহজ হয়ে গেল বায়ার্নের।

এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের পরের অবস্থানে থাকা লিপজিক ১০ পয়েন্টে পিছিয়ে আছে। অর্থাৎ ৩১ ম্যাচে লিপজিকের ৬১ পয়েন্ট। ফলে এখনও তিনটি ম্যাচ হারলেও বায়ার্নের কোনো সমস্যা নেই।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ