22 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের প্রস্তাব রাশিয়ার

কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের প্রস্তাব রাশিয়ার

কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের প্রস্তাব রাশিয়ার

বিএনএ, ঢাকা :রাশিয়া একটি সহ-উৎপাদন ব্যবস্থার আওতায় বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার(২০এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এক আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন জানান, বিশ্বব্যাপী বিপুল চাহিদার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভ্যাকসিনটি রপ্তানি করার মতো পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা না থাকায় মস্কো বাংলাদেশে ভ্যাকসিনটি উৎপাদনের প্রস্তাব দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর মতে, প্রস্তাব অনুযায়ী- রাশিয়া প্রযুক্তিগত সহায়তা দেবে আর বাংলাদেশী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখানেই স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন করবে।

মোমেন বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে- এটা তুলনামূলক ভাবে সাশ্রয়ী হবে এবং আশা করা যায় যে, এটা অপেক্ষাকৃত ভাল হবে।’ তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের সহ-উৎপাদনে তাদের প্রস্তাবে সম্মত হয়েছি। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।’

বিএনএনিউজ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ