বিএনএ, রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলার দুর্গম চান্দবিঘাট এলাকায় জ্বর-রক্তবমিতে শিশুসহ পাঁচ জন পাহাড়ির মৃত্যু সংবাদের পরই আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু করেছেন মেডিকেল টিম। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে টিমটি চান্দবিঘাট এলাকায় পৌঁছান।
জানা গেছে, বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মং ক্যছিং সাগরের নেতৃত্বে দলের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে চিকিৎসা সেবা শুরু করেছেন।
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার প্রীতিশংকর দেওয়ান জানান, চান্দবিঘাট গ্রামে ৮৬ পরিবার রয়েছে। তাদের মধ্যে অনেকেই জ্বর, রক্তবমি, পেটব্যাথায় আক্রান্ত হয়েছেন। চান্দবিঘাট গ্রামের আশপাশে কোন ক্লিনিক কিংবা চিকিৎসা সেবা কেন্দ্র নেই। কিন্তু মেডিকেল দল পৌঁছানোর পর গ্রামের মানুষের মাঝে আতঙ্ক কমে যাচ্ছে।
রাঙামাটি জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী বলেন, মেডিকেল টিমের সদস্যরা দুপুরে পৌঁছে তিনটি দলে ভাগ হয়ে আক্রান্তদের স্বাস্থ্য সেবা প্রদান করছে। তারা রোগের উপসর্গ ও লক্ষণ বুঝে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। উপসর্গ ও লক্ষণ শুনে প্রাথমিকভাবে ধারণা করছি তারা ‘গ্যাস্ট্রোএন্ট্রোলজি রোগে আক্রান্ত হয়েছে। যেহেতু বমি হচ্ছে, তাই বলা যাচ্ছে এটি খাদ্যভ্যাসের কারণে হয়ে থাকতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ না করায় ৫ জন মৃত্যুবরণ করেছেন।
তিনি আরও বলেন, মেডিকেল টিমকে নির্দেশনা দেয়া হয়েছে, যারা গুরুতর অসুস্থ তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতালে নিয়ে আসার জন্য। আমরা আর কারও প্রাণহানি চাই না।
এ বিষয়ে বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ফোরকান অনুপম এলাহী জানান, উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। ইতোমধ্যে মেডিকেল টিম কাজ শুরু করেছে। এছাড়াও এলাকাটি সীমান্তবর্তী হওয়াতে বিজিবি’র সার্বক্ষণিক সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য যে, দুর্গম চান্দবিঘাট এলাকায় জ্বর-রক্তবমিতে গত তিন মাসে শিশুসহ পাঁচ জন পাহাড়ির মৃত্যু হয়েছে। আরও ১৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। আজ দুর্গম এলাকায় গিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু করছেন মেডিকেল টিম।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি/হাসনা