14 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রমজানে সাড়ে তিনটা পর্যন্ত রাবির অফিস

রমজানে সাড়ে তিনটা পর্যন্ত রাবির অফিস

রমজানে সাড়ে তিনটা পর্যন্ত রাবির অফিস

বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় : সরকারি সিদ্ধান্তের সাথে মিল রেখে রমজান মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই সাথে নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র মাহে রমজানে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে। বেলা ১:৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত বিরতি এবং সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে। পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য অফিসের সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে রমজান মাসে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

বিএনএ/ সাকিব, বিএম

Loading


শিরোনাম বিএনএ