14 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঈদে কাউন্টারে নয় ট্রেনের সব টিকিট বিক্রি হবে অনলাইনে

ঈদে কাউন্টারে নয় ট্রেনের সব টিকিট বিক্রি হবে অনলাইনে

ঈদযাত্রায় ট্রেনের কোন তারিখের টিকিট কবে পাবেন

বিএনএ, ঢাকা: ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট রাজধানীর কোনো কাউন্টারে পাওয়া যাবে না। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেলের আগাম টিকিট বিক্রি। এছাড়া  ১৭ এপ্রিল থেকে পাওয়া যাবে ঈদের ফিরতি টিকিট বিক্রি। তবে সকল টিকিট এবার যাত্রীদের অনলাইন থেকে নিশ্চিত করতে হবে।

মন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা থাকবে রেল কর্তৃপক্ষের।

রেলমন্ত্রী জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ট্রেনের শতভাগ টিকিট সারা দেশে অনলাইনে বিক্রি হবে। তারই প্রস্তুতি হিসেবে এবারের ঈদকে বেছে নেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ