16 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ পৌর এলাকা এবং কাঞ্চনাবাদ বাদামতল এলাকার বাজার মনিটরিং করা হয়

বিএনএ, চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে চন্দনাইশ পৌর এলাকা এবং কাঞ্চনাবাদ বাদামতল এলাকায় বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

মূল্যতালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে পণ্য বিক্রয় করায় ৪ জন ব্যবসায়ীকে
বাজার মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক

তিনি বলেন, মূল্যতালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ৪ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ও মুদির দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই এবং অনিয়মের বিষয়ে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

এসময় উপজেলা বাজার মনিটরিং টিমের সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সহযোগিতা করেন চন্দনাইশ থানা পুলিশ।

বিএনএনিউজ/ মোঃ আবু তাহের, বিএম

Loading


শিরোনাম বিএনএ