বিএনএ ডেস্ক:পশ্চিমবঙ্গের ভোটার হলেন বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী। রোববার রাজ্যের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে সবাইকে চমকে দিয়ে বিজেপির পতাকা হাতে তুলেছিলেন মিঠুন। একইসঙ্গে জানিয়েছিলেন, বিজেপির সোনার বাংলার শরিক হতে চান তিনি। এমনকী মিঠুনকে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ করতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। কিন্তু সমস্যা দেখা দেয় মিঠুন বাংলার ভোটার না হওয়ায়। তবে শেষ পর্যন্ত সেই সমস্যা দূর হয়েছে।
কাশীপুর-বেলগাছিয়ার রাজা লমনীন্দ্র রোডের ২২/১৮০নম্বর বাড়িটি মিঠুনের বোনে। সেই ঠিকানাতেই তিনি ভোটার হয়েছেন।
মাত্র কয়েকটি আসন বাকি রেখে বাংলার বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা সম্প্রতি প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় টলিউডের অনেক তারকার ঠাঁই হলেও মিঠুনের নাম আসেনি। তবে, বাংলা দখলে বিজেপি যে মিঠুনকে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে, তা স্পষ্ট। রাজনৈতিক মহল বলছে, মিঠুনকে বড় পদের আশ্বাসই দিয়েছে বিজেপি। আর সেই সম্ভাবনা কখনই উড়িয়ে দেননি মিঠুন নিজেও।
রাজ্য বিজেপি সূত্র জানিয়েছে, চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়া আসনে যাদের প্রার্থী করেছে বিজেপি, তারা পদ্ম প্রতীকে লড়বেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন। তাই এই দু’টি আসনের একটি থেকে লড়তে পারেন মিঠুন। এই দুই আসনেই ভোটগ্রহণ অষ্টম দফায়, ২৯ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। ফলে তার জন্য অনেকটাই সময় রয়েছে।