বিএনএ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) পরিষ্কার পরিচ্ছন্নতার নামে আগুন লাগিয়ে জীববৈচিত্র ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বাদী সংগঠন অভয়ারণ্য।রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকৃতির সাথে নিষ্ঠুরতা, মানি না মানব না, জঙ্গলে আগুন আর নয় আর নয়, পুড়ছে কিসের বন, পুড়ছে আমার মন, জীব বৈচিত্র সংরক্ষণে এগিয়ে আসুন এসব প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন , প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পরিবেশ ও মানুষের মধ্যে রিসাইক্লিং সম্পর্ক রয়েছে। মানুষের ও প্রাণীর উচ্ছিষ্টতা পেয়ে কীট পতঙ্গরা বেঁচে থাকে। কিন্তু এভাবে বিশ্ববিদ্যালয়ের পাহাড় গুলোতে আগুন লাগার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের দায়িত্ব ক্যাম্পাসের জীব বৈচিত্র্য ও সৌন্দর্য রক্ষা করা। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এমন কাজ থেকে বিরত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বিএনএ/ হাবিবুর রহমান, ওজি