27 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজার ভ্রমণকারীরা বেশি আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজার ভ্রমণকারীরা বেশি আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়েছে এবং স্বাস্থ্যবিধি মানেননি তারাই এখন করোনায় আক্রান্ত হচ্ছেন।

রোববার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিয়ে আমরা দেখেছি বেশিরভাগই সংক্রমণ হয়েছে যারা বাইরে গিয়েছে কক্সবাজারের বিচে গিয়ে স্বাস্থ্যবিধি মানেনি। কেউ মাস্ক পরেনি, স্বাস্থ্যবিধি মানেনি, তারা বাসেও স্বাস্থ্যবিধি মানেনি তারাই বেশি আক্রান্ত হয়েছেন। পুরো দেশের জেলা-উপজেলায় বিয়ে সাদি হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে ও পিকনিক হচ্ছে সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

এ দিকে গত ২৪ ঘন্টায় করোনায় আরও  ২২ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ