30 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » সোনালী আঁশে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

সোনালী আঁশে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন


বিএনএ ডেস্ক:দেশের পুঁজিবাজারে গেল সপ্তাহের অধিকাংশ সময় নেতিবাচক ধারায় কেটেছে। আর ওই সময় সোনালী আঁশ খ্যাত পাট খাত থেকে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছে। এখাতে রিটার্নের হার ৯ দশমিক ২ শতাংশ।

সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে ২০টি খাতে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে গেল সপ্তাহে বিনিয়োগকারীরা ১৮টি থেকে রিটার্ন পায়নি। মাত্র দুটি খাত থেকেই রিটার্ন পেয়েছে তারা। এরমধ্যে পাট খাতের বাজার মূলধনের পরিমাণ ২৩৫ কোটি টাকা। এখাতের মাত্র তিনটি কোম্পানি তালিকাভুক্ত।

সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

অপর যে খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে তা হলো ব্যাংকিং খাত। এখাতের রিটার্নের হার দশমিক ২ শতাংশ। যা আমানতের সুদের হারের চেয়ে অনেক কম। এখাতের বাজার মূলধনের পরিমাণ ৫৫ হাজার ৬১৮ কোটি টাকা।

যেসব খাত থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পায়নি সেগুলো হচ্ছে- ভ্রমণ, চামড়া, বস্ত্র, কাগজ-প্রকাশনা, বিমা, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল, জ্বালানি, আইটি, সিরামিক, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য-আনুষঙ্গিক, সিমেন্ট, সেবা-আবাসন খাত।

Loading


শিরোনাম বিএনএ