16 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোনায় ট্রাক উল্টে নারী নিহত

নেত্রকোনায় ট্রাক উল্টে নারী নিহত

নিহত

বিএনএ, নেত্রকোনা :  নেত্রকোনার পূর্বধলা উপজেলায়  ট্রাক উল্টে সমলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে জারিয়া-বিরিশিরি সড়কের পাবই দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমলা খাতুন ওই এলাকার আব্দুল হেকিমের স্ত্রী।

পুলিশ জানায়, রাস্তার পাশে পাতা কুড়াচ্ছিলেন সমলা খাতুন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই ডাম্পট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান সমলা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিএনএ/ফেরদৌস আহমাদ বাবুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ