মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি ২০২৩) সাতকানিয়া উপজেলায় সরকারি ও বেসরকারী উদ্যেগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
মহান স্বাধীনতার স্হপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্টিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে সকাল থেকে কতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সমাবেশের আয়োজন করা হয় ।
সাতকানিয়া উপজেলা জামে মসজিদে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি সাংবাদিক সৈয়দ মাহফুজ-উননবী খোকন ।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা আবদুল মজিদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার মাওলানা নুরুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার মাওলানা হারুনর রশিদ প্রমুখ। পরে ভাষা সৈনিকদের স্মরণে এবং মার্তৃভূমি বাংলাদেশের অগ্রগতি উন্নতির জন্য মহান আল্লাহ পাক এর দরবারে মোনাজাত করা হয়।
বিএনএনিউজ২৪, এসজিএন