বিএনএ, ঝিনাইদহঃ যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহ-২ সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি), ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত নারী সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার)। এছাড়াও জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ১৯৯৪ সালের এসএসসি ব্যাচ, ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সহ নানা শ্রেণী-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় শহীদ মিনার চত্ত্বরে হাজারো মানুষের ঢল নামে। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা বই মেলা, চিত্রাংকন প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বিএনএ/আতিক, এমএফ