বিএনএ, হিলি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা ও নামাসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
বিএনএ/এমএফ