28 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা

ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের দোনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে বিচ্ছিন্নতাকামীরা। রাশিয়ার সরকারি টিভি ‘চ্যানেল-টু’  এ তথ্য জানায়্ ।বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়ার আগে ড্রোনটি দোনবাস এলাকায় প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ড্রোনটি দেড় মিটার লম্বা বলে জানা গেছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা দোনবাসের শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে সীমান্তে ৯২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে।

পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে আমেরিকা। এর মাধ্যমে নানাভাবে স্বার্থ উদ্ধার করতে চায় মস্কো। এই অজুহাতে রাশিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকেরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ