বিএনএ, ঢাকা : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নতুন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী