বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী ডেমরা থানার মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এ মিছিল করে ।
সূত্র জানায়, ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এখন সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁধে চড়ে এমপি হওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে। পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডা-পাণ্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিতো, আর এখন হুমকি দেয় সালাউদ্দিন।
তিনি আরো বলেন, দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী