19 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দ্বিতীয় দিনে হার টাইগারদের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দ্বিতীয় দিনে হার টাইগারদের

ভারত

স্পোর্টস ডেস্ক: ব্লমফন্টেইনে ভারতের বিপক্ষে হার দিয়ে নিজেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছে যুবা টাইগাররা। ভারতের ছুড়ে দেওয়া ২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় যুবা টাইগারদের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ৮৪ রানের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রানের স্কোর দাঁড় করায়।

গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপর ম্যাচে আফগানিস্তানকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এছাড়া স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

গতকাল ভারতকে ২৫১ রানে থামিয়ে ব্যাট করতে নামে এশিয়া কাপ জয়ী টাইগাররা। ভারতের ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাড়াহুড়া করতে গিয়ে উইকেট বির্সজন দিয়েছেন ব্যাটাররা। বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম দারুণ শুরু করেন। শিবলি রয়েসয়ে খেললেও চড়াও হয়ে খেলতে যান জিসান। বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন তিনি। বাংলাদেশের স্কোর হয়ে যায় তাতে ১৪.৪ ওভারে ৪ উইকেটে ৫০ রান।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আরিফুল ইসলাম এবং শিহাব জেমস। মুশির খানের বলে ক্যাচ উঠিয়ে ব্যক্তিগত ৪১ রানে ফেরেন আরিফুল। পতন ঘটে পঞ্চম উইকেটের। এতে জেমসের সঙ্গে ৭৭ রানের জুটি ভাঙে। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৪৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় টাইগার যুবাদের ইনিংস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ