17 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে

আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে

BANGLADESH U19S V SOUTH AFRICA U19S

স্পোর্টস ডেস্ক: আজ শনিবার(২১ জানুয়ারি) বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দল দক্ষিণ আফ্রিকার(BANGLADESH U19 V SOUTH AFRICA U19) মোকাবেলা করবে। ICC U19 Women’s T20 World Cup 2023 এর সুপার টুয়েলভ এই খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টায় দক্ষিণ আফ্রিকার জেবি মার্কস ওভাল, পটচেফস্ট্রুম মাঠে।

সুপার টুয়েলভ পর্বে এটি বাংলাদেশের প্রথম খেলা। এরআগে প্রথম পর্বে গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট এবং অপরাজিত থেকে বাংলাদেশ দল সুপার টুয়েলভ পর্বে উন্নীত হয়।

এই পর্বে দুটি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ৪টি দল ICC U19 Women’s T20 World Cup 2023 এর সেমিফাইনালে খেলবে।

প্রথম পর্বের দুটি খেলায় দক্ষিণ আফ্রিকা একটিতে জয় ও অপরটিতে পরাজিত হয়। অপরদিকে বাংলাদেশ ২টি খেলায় জয় পেয়েছে।

গত ১৪ জানুয়ারি ভারতের কাছে ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয়েছিল। যদিও তারা ৫ উইকেটের বিনিময়ে ২০ওভারে ১৬৫ রান সংগ্রহ করেছিল। তবে ১৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানের বিরাট ব্যবধানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ওভারে ১১২ রান সংগ্রহ করেছিল।

এনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ