21 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে ৩ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

বিএনএ: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বার্ধক্যের কারণে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়েন মফিজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান। তিনি বরগুনার আবদুল আলী রানার ছেলে।

এদিন বিকেলে মৃত্যু হয় গাইবান্ধার মৃত শুকর মণ্ডল ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫), অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তার বয়ান তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। পরে দুপুরে তুরাগ তীরে হাজার হাজার মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। বিভিন্ন এলাকায় থেকে জুমার নামাজে যোগ দেন মুসল্লিরা।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ