বিএনএ, ফেনী : ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়ায় যৌতুক,মাদক, ইভটিজিং জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে ও বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান জোসনা আরা জুসি, সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নিজাম উদ্দিন, ফেনী জজ কোর্টের আইনজীবী সাইফুদ্দিন মজুমদার শাহীন, জাতীয় কবি পরিষদ ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার দেবনাথ,সাপ্তাহিক স্বদেশ কন্ঠের সম্পাদক নূর তানজিলা রহমান । স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র, গোহাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন খন্দোকার, ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ধর, স্থানীয় ওয়ার্ড মেম্বার মীর হোসেন মিরু, আবদুর রহমান স্বপন, ফেনী ইউনিভার্সিটির ৩য় বর্ষের শিক্ষার্থী মারিয়া মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, যৌতুক, মাদক ইভটিজিং জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নাই। দেশ ও সমাজ হতে এসব অসামাজিক কর্মকাণ্ড দূর করতে না পারলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। আপনারা নিজ নিজ পরিবার থেকে অসংগতির বিরুদ্ধে সোচ্চার হোন। পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। আপনার সন্তানের গতিবিধি লক্ষ করুন। কোথায় যায়, কি করে, মোবাইল নিয়ে কি করছে এসব মনিটরিং করুন। রাতে কখন ঘুমায়,কখন ঘুম থেকে ওঠে এসব লক্ষ করুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীহারিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, দাগনভূঁইয়া রিপোটার্স ইউনিটির সভাপতি জসীম উদ্দিন ফরায়েজী, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মন্জুরুল আলম কচি, বিএমএসএফ কেন্দ্রীয় নেতা তোফায়েল ইসলাম মিলন, দৈনিক স্টার লাইন পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল,সাংবাদিক পিনু শিকদার, দেলোয়ার হোসেন ঝন্টু, সাংবাদিক মুজাহিদুল ইসলাম জাবের, রবিউল হক রবি,জাহিদুল আলম রাজন, আলোকদিয়ার রুহুল আমিন, জয়নাল আবেদীন ও ইয়াসিন ভূঁইয়া ও কাজী রাজু।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।