বিএনএ, ঢাকা : ২য় বারের মতো করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পার্বত্য মন্ত্রীর মেয়ে ভেনাস, সহধর্মিনী মেহ্লা প্রুও করোনায় আক্রান্ত হয়েছেন।
মন্ত্রীর করোনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী।
জানা গেছে, করোনার উপসর্গ দেখা যাওয়ার পর পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরসহ পরিবারের সদস্যরা মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করালে বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে বেইলী রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্ট এর বাসায় চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জুন প্রথমবার পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়, পরে তিনি করোনা মুক্ত হন।
বিএনএনিউজ/এইচ.এম।