22 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালাল বিমানবন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা!

শাহজালাল বিমানবন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা!

শাহজালাল বিমানবন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা!

বিএনএ,ঢাকা:শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন টার্মিনাল-৩ এ চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ১৫০ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে দর্পণ গ্রুপ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান।এমন অভিযোগের ভিত্তিতে চক্রের মূলহোতাসহ ওই প্রতিষ্ঠানের তিন প্রতারককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেফতারকৃতরা হলেন- দর্পণ গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম সোহাগ (৫২), ব্যবস্থাপনা পরিচালক হেনা জহির (৫০) ও ম্যানেজার মিন্টল রায় ওরফে অপূর্ব (২৮)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।তিনি বলেন, ভুয়া এই প্রতিষ্ঠানটি স্যামসাং গ্রুপের নামে একটি ভুয়া ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে।পরে তাদের অফিসের সামনে ডিজিটাল ব্যানারে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এ দক্ষ ও অদক্ষ লেবার ও সুপারভাইজার নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞাপন ঝুলিয়ে রাখে।চাকরিপ্রত্যাশী অনেকেই চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন।লেবার হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা এবং সুপারভাইজার পদে এক লাখ টাকা দিতে হবে এমন শর্ত জুড়ে দেয় প্রতারকরা। শ্রমিক ও সুপারভাইজার পদে চাকরি পাওয়ার জন্য ১০০ থেকে ১৫০ চাকরিপ্রত্যাশী দর্পণ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং এমডির কাছে টাকা দিলে তাদের ভুয়া নিয়োগপত্র দেয়া হয়। তবে নিয়োগপত্রে যোগদানের নির্দিষ্ট তারিখে কোনও শ্রমিক ও সুপারভাইজারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন টার্মিনাল-৩ এ যোগদান করায়নি প্রতারকরা।

শেখ ওমর ফারুক বলেন,ভুক্তভোগীরা দর্পণ গ্রুপ কোম্পানির অফিসে গিয়ে চাকরি যোগদানের বিষয়ে জানতে চাইলে অপেক্ষা করার জন্য বলে তারা।পরে খোঁজ নিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর টার্মিনাল-৩ এ চাকরি দেয়ার জন্য আসামিদের কোম্পানি অথবা অন্য কোনও প্রতিষ্ঠানকে স্যামসাং কোম্পানি কোনও ওয়ার্ক অর্ডার দেয়নি।

প্রতারকরা করোনা টেস্টের কথা বলে আরও পাঁচ হাজার করে টাকা নেয়। আবারও জয়েন ডেট দিয়ে সময় নেয়। তাদের সন্দেহ হলে সবাই বিমানবন্দরে যান।খোঁজ নিয়ে জানতে পারেন এ ধরনের কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট পায়নি। পুরোটাই প্রতারণা। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির কর্মকর্তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ