25 C
আবহাওয়া
১২:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চসিক নির্বাচন : ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

চসিক নির্বাচন : ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

চসিক নির্বাচন : ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি রাত ১২টায় শেষ করার জন্য বলেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার সিটি নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪ বিধান অনুসারে ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ৮৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো সভা আহ্বান, মিছিল বা শোভাযাত্রাসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।

এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সম্পূর্ণ ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ জানুয়ারি ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গত ৮ জানুয়ারি থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অর্ধশতাধিক অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। এর মধ্যে ১০ জানুয়ারি ১টি, ১১ জানুয়ারি ৩টি, ১২ জানুয়ারি ৫টি, ১৩ জানুয়ারি ২টি, ১৪ জানুয়ারি ৬টি, ১৫ জানুয়ারি ১টি, ১৬ জানুয়ারি ৬টি, ১৭ জানুয়ারি ৬টি, ১৮ জানুয়ারি ১ টি, ১৯ জানুয়ারি ৪টি, ২০ জানুয়ারি ৪টি ও ২১ জানুয়ারি ৪টি অভিযোগ জমা পড়ে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ