22 C
আবহাওয়া
৬:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন

সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন

সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন

বিএনএ,বিশ্ব ডেস্ক:ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত করোনা ভাইরাস টিকা উৎপাদানকারী অন্যতম প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় আগুন লেগেছে।তবে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে পুনেতে সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন স্থাপনায় আগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে খবর আনন্দবাজার।

হিন্দুস্তান টাইমস জানায়, মানজিরি প্লান্টের পঞ্চম ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ফ্লোরে যক্ষ্মার প্রতিষেধক বিসিজি টিকা সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়।

সেরাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সুরেশ যাদব জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুদ রাখা হয়েছে সেই স্থান থেকে অনেক দূরে অগ্নিকাণ্ড শুরু হয়েছে।

পুনের মেয়র মুরলিধর মহল জানান,স্থানীয় সময় বেলা দুইটা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর দশটি ইউনিট এবং আরও দুইটি অতিরিক্ত ট্যাংকার।

পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য অগ্নিকাণ্ড কর্মকর্তা প্রশান্ত রানপাইজ বলেন, ভবনের অভ্যন্তরে চার ব্যক্তি রয়েছেন। এখন পর্যন্ত তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ধোঁয়ার কারণে কাজে বিঘ্ন ঘটছে। আগুন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় ছড়িয়ে পড়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জারি করা এক নোটিশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুনে মিউনিসিপ্যাল কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন আর মাঠ পর্যায়ের সবশেষ অগ্রগতি জেনে নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের সব সংস্থাকে সমন্বয় করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টিকা উৎপাদনকারী কোম্পানি এই সিরাম ইন্সটিটিউট।এই কোম্পানির কাছ থেকেই তাদের উৎপাদিত ৩ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ কিনে আনছে বাংলাদেশ।বৃহস্পতিবার ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ