বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জন মারা গেছে । আক্রান্ত হয়েছে ৫৮৪ জন। এ নিয়ে মারা গেছে
৭ হাজার ৯৬৬ জন। মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।
বৃহস্পতিবার(২১ জানুয়ারী) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।
বিএনএ/ওজি