25 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে জিপ খাদে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের

বান্দরবানে জিপ খাদে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের

বান্দরবানে জিপ খাদে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের

বিএনএ,ঢাকা:বান্দরবানের থানচি উপজেলায় জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও চারজন।বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে বান্দরবানের  উপজেলার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কের চার কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে  হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নির্মাণাধীন লিক্রে সড়কে সদর ইউনিয়নের চার কিলোমিটার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবোঝাই একটি জিপ উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। সে সময় ঘটনাস্থলের তিনজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর উদ্দিন আনোয়ার বলেন, আজ বৃহস্পতিবার সকালে থানচি-লিক্রি নির্মাণ সড়কে নির্মাণ শ্রমিকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ