চট্টগ্রাম: প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা আজ বিভিন্ন ধারায় বিভক্ত, যা সমাজে প্রতিক্রিয়াশীল দুষ্ট চক্রের হাতকে শক্তিশালী করছে। সকলকে সম্মিলিত ও আপোষহীন অবস্থান নিয়ে প্রগতির পক্ষে, অতীতের ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে ভাবে সমানভাবে এগিয়ে যেতে হবে। নবীন ও আগামী প্রজন্মের জন্য। তবেই হবে মুক্তিযুদ্ধের চেতনার সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ।
বুধবার(২০ ডিসেম্বর ২০২৩) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নির্মূল আন্দোলনের অন্যতম সংগঠক, লেখক ও সম্পাদক বেগম মুশতারী শফী এর দ্বিতীয় প্রয়াণ দিবসের আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
সকালে তাঁর প্রতিষ্ঠিত হলি ফামিলি টিউটোরিয়াল স্কুলে তাঁর পরিবারের আয়োজনে “মুক্ত কণ্ঠ’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন কবি-সাংবাদিক ওমর কায়সার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির দত্ত, নারী নেত্রী শ্যামলী মজুমদার, শ্রমিক নেতা তপন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল ব্যনারজি প্রমুখ এবং তাঁর তিন কন্যা রুমানা শফী, তারানা শফী, ইয়াসমিন নজরুল।
আলোচকগণ বেগম মুশতারী শফীর জীবন, সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, নারী অধিকার ও অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে তাঁর আপোষহীন অবস্থানকে তুলে ধরেন। তারা প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের বেগম মুশতারী শফীর আপোষহীন জীবনকে অনুসরণ করার আহবান জানান।
বিএনএ,জিএন