বিএনএ, ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়ালী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ‘ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতা-কর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’
বিএনএ/এমএফ