32 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » জীবনে প্রেরণা জোগাতে কিছু বাণী

জীবনে প্রেরণা জোগাতে কিছু বাণী


বিএনএ, ডেস্ক: প্রতিটি মানুষের জীবনেই নানারকম পর্যায়ে আসে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হতাশা, কখনো শোক আবার কখনো ভালবাসার হাতছানি। জীবনে রয়েছে টাকার বিশেষ প্রভাব এবং অনবরত নিজ গতিতে চলছে সময়। মাঝে মাঝে কারো মৃত্যুতে শোকাহত হওয়া, কারো উপর রাগ, মায়া, ভালোবাসা, অভিমান ইত্যাদি আমাদের মনে জায়গা করে নেয়। আমাদের মনের সেই অবস্থা গুলো বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করি প্রতিনিয়ত।

জীবন সহজ নয়, জটিলও নয়, জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি। জীবন জলের মত।

মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন।

বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি, কিছু শিখিয়ে যায়।

জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি তাকে আগলে রাখ। তা সে যেই হোক।

কত দিন নয়, তবে কতটা ভালভাবে বেঁচে আছো সেটাই মূল বিষয়।

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, আবার স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন । তাই স্বপ্ন দেখ।

অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো। নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

এই পৃথিবীতে সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট সবকিছু অমূল্য!! তাই নিজেকে তুচ্ছ মনে করবে না!

যাদের হারানোর সাহস আছে, তারাই একদিন সবকিছু পেয়ে যায়।

ধৈর্য্য হলো এমন এক শক্তি, যার মাধ্যমে জীবনের সব কঠিন, বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়।

যদি তুমি গরীব হয়ে জন্মগ্রহণ কর, তাহলে সেটা মোটেও তোমার অপরাধ নয়, কিন্তু যদি তুমি গরীব থেকেই মৃত্যু বরণ কর, তাহলে সেটা অবশ্যই তোমার অপরাধ।

তুলনা তার সাথে করো যে তোমার চেয়ে এগিয়ে আছে, তার সাথে নয়,যে তোমার চেয়ে পিছিয়ে আছে।

রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিবেন না এবং আনন্দের সময় কোনো প্রতিশ্রুতি দিবেন না।

বিশ্বাস জীবনে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে।

কথা বলতে শক্তির প্রয়োজন হয় না,শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে।

আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

বিএনএ নিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ