17 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

New Zealand

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও পরাজিত হয়েছে টাইগার বাহিনী।

বুধবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ড-বাংলাদেশ(New Zealand v Bangladesh – 2023) চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের দুর্দান্ত ১৬৯ রানে ভর করে কিউইদের বিপক্ষে ২৯১ রানের লড়াকু সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। তবুও বোলারদের অক্ষমতায় হেরে গেল বাংলাদেশ দল। ফলে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয় পেয়েছে।

পুরুষদের ওডিআই সিরিজের দ্বিতীয় দিনের এই খেলা বাংলাদেশ সময় ভোর ৪টায় নেলসনে শুরু হয়।  বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভার খেলে ২৯১ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ড তিন উইকেট হারিয়ে ৪৬.২ওভারে ২৯৬ রান তুলে নেয়।

বাংলাদেশের হাসান মাহমুদ ২ উইকেট ও শরীফুল ১টি উইকেট পান। মেহেদি, রিসাদ,তানজিম ও নাজমুল কোন উইকেট পান নি।

আগের নিউজ : সৌম্যর দুর্দান্ত শতকে বাংলাদেশের বড় সংগ্রহ

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ